বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপির মতবিনিময় ও প্রস্তুতি সভা
Spread the love

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মির্জাপুর উপজেলা বিএনপির মতবিনিময় ও প্রস্তুতি সভা

 

টাংগাইল মির্জাপুর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মতবিনিময় ও প্রস্ততি সভা করা হয়,
উক্ত সভায় সভাপত্বিত করেন,জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কর্মিটির সদস্য, সাবেক ছাএনেতা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হলের সাবেক জিএস, টাংগাইল ৭মির্জাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জ্বনাব সাইদুর রহমান সাঈদ সোহরাব
আরো বক্তব্য করেন,মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক বিআরডিপির চেয়ারম্যান,হযরত আলী মিয়া, হাজী মো:মাসুদুর রহমান মাসুদ,চেয়ারম্যান ভাওড়া ইউনিয়ন পরিষদ, মো:আলী হোসেন রনি,চেয়ারম্যান লতিফপুর ইউনিয়ন পরিষদ,
বিআরডিপির সাবেক চেয়ারম্যান হাজী সোহরাব,
ওর্য়াসী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আনারুল ইসলাম সারু,আকরাম মল্লিক, সাবেক সভাপতি বহুরিয়া ইউনিয়ন বিএনপি,

মোহম্মদ আলী,সাবেক সভাপতি মির্জাপুর সদর ইউনিয়ন বিএনপি,মো মোবারক হোসেন সাবেক সভাপতি মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,মো:তপন হাসান খান সাবেক সাধারন সম্পাদক ভাওড়া ইউনিয়ন বিএনপি,মো:দুলাল মিয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক পৌর বিএনপি, মো:জাহাঙ্গীর আলম, সভাপতি মির্জাপুর উপজেলা কৃষক দল,মো:রাজ্জাক সাধারন সম্পাদক গোড়াই শিল্পাঞ্চল শাখা, মো:শামিম আল মামুন, সাবেক যুগ্ম সম্পাদক পৌর বিএনপি,বদর উদ্দিন, ৮নংওয়ার্ড় পৌর বিএনপি,মো:লিটন সভাপতি ২ওয়ার্ড় পৌর বিএনপি, সেলিম মিয়া, সাবেক সভাপতি পৌর যুবদল,ও সাধারন সম্পাদক ১নং ওয়ার্ড় বিএনপি, মাসুদ সিকদার যুগ্ম সম্পাদক মির্জাপুর উপজেলা যুবদল, মো:হাসেম রেজা,সাবেক সদস্য সচিব মির্জাপুর উপজেলা জাসাদ,সেতু হায়দার খান,সদস্য আহ্বায়ক কমিটি মির্জাপুর উপজেলা যুবদল,কাদের শিকদার সদস্য আহ্বায়ক কমিটি মির্জাপুর উপজেলা যুবদল সুজন, টাংগাইল জেলা যুবদল, রোকন শ্রমিক নেতা গোড়াই শিল্প অঞ্চল শাখা, আল-ফাহাদ যুগ্ম আহ্বায়ক মির্জাপুর উপজেলা ছাএ দল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দ
প্রমুখ।মতবিনিময় সভা সঞ্চালনা করেন আরিফুজ্জামান শাহীন, যুগ্ম আহবায়ক মির্জাপুর উপজেলা যুবদল

সভায় সভাপতি হিসাবে তিনি বলেন, সাইদ সোহরাব, বর্তমান আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচন যেমন সুষ্ঠ হয়নি,তেমনি আগামীতেও হবেনা বলে বিএনপি আর এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করবে না। লুন্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনতে ভোটারবিহীন এই সরকারের দ্রুত বিদায়ে আন্দোলন বেগবান করা ছাড়া আর কোন বিকল্প নেই। সাঈদ সোহরাব সহ অন্যান্য বক্তারা বাংলাদেশের লুন্ঠিত গণতন্ত্র পুর্নরুদ্ধার,কেন্দ্রীয় ঘোষিত ১ দফা আন্দোলনের সবাইকে শরিক হতে বলেন, এবং বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা করে মির্জাপুর ও দেশবাসীর কাছে দোয়া চায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031