বাঁশখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১ জন
Spread the love

বাঁশখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১

 

চট্টগ্রাম উপজেলা বাঁশখালী প্রতিনিধি :আরিফুল ইসলাম

 

চট্টগ্রামের বাঁশখালী প্রেসকাবের সভাপতি ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বিকেলে সংঘটিত এ ঘটনায় হামলার শিকার সাংবাদিক বাদী হয়ে স্থানীয় কালু প্রঃ গাছ কালু (৪৫), দুইদ্যা ও সাকিবসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী কালু প্রঃ গাছ কালু (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মামলার অপরাপর আসামীদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসদরস্থ উত্তর জলদী ৫নং ওয়ার্ডের আমিরা ঘোনা এলাকায় সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর প্রতিষ্ঠিত ও পরিচালনাধীন একটি মসজিদ ও মাদ্রাসা রয়েছে। ওই মসজিদ ও মাদ্রাসার জায়গা লীজ নবায়ন না হওয়ার কারণে জায়গাটি খাস হয়ে যায়, যার কারণে উপজেলা প্রশাসন উক্ত জায়গায় বসবাসকারীদের উচ্ছেদ করার চেষ্টা করলেও সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চতর আদালত কর্তৃক উক্ত জায়গায় নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্ত হওয়ায় ওই জায়গায় যে যার যার মত দখলস্থিত রয়েছেন। এরই মধ্যে ওই জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে এবং চাঁদা দাবীকৃত না দিলে খুন জখম ও ভয়ভীতির হুমকি ধমকি প্রদান করে কতিপয় দুস্কৃতিকারী। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার ওই মসজিদ ও মাদ্রাসা হতে উপজেলা সদরে আসার পথে সিন্নি পুকুর নামক স্থানে সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম প্রাপ্ত করে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল হতে গুরুতর জখমপ্রাপ্ত ওই সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাপর আসামীদেরও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ খবর

বাঁশখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ১ জন

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031