স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: এর সৌজন্যে বৃক্ষরোপন কর্মসূচি পালন।
কাজী আহসানুল হাবিব কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি
আজ সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া শাখার উদ্যোগে জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় হাবেজ উদ্দিন সরকার কলেজ প্রাঙ্গনে ফলজ ও বনজ, বিভিন্ন প্রজাতির গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম এবং অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও একযোগে ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে উক্ত ব্যাংকের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অত্র ব্যাংকের শাখার গ্রাহক ও স্থানীয় এলাকাবাসীদের মাঝেও গাছের চারা বিতরন করা হয়।
উল্লেখ্য আল আরাফাহ ইসলামী ব্যাংক লি: প্রতিবছরই বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি দেশব্যাপী পালন করে থাকে।