কালিয়াকৈর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কমিটি বিলুপ্ত ও নির্বাচনের তফসিল ঘোষণা।
Spread the love

কালিয়াকৈর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর কমিটি বিলুপ্ত ও নির্বাচনের তফসিল ঘোষণা।

কাজী আহসানুল হাবিব কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈর বাজার বহুমুখী বণিক সমবায় সমিতি লিমিটেড এর কমিটি বিলুপ্ত করে আগামী তিন বৎসরের জন্য কমিটি গঠন করার লক্ষ্যে গত ২৩আগস্ট ২০২৩ইং তারিখে তফসিল ঘোষণা করা হয়েছে।

বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির বিজ্ঞপ্তি থেকে জানা যায়।
মনোনয়নপত্র বিতরণ ২৯ ও ৩০ আগস্ট,বেলা ১২ টা হতে ৩ ঘটিকা পর্যন্ত। জমা ৪ সেপ্টেম্বর। বাছাই ১০ ও ১১ ই সেপ্টেম্বর। চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ১৮ ই সেপ্টেম্বর,এবং ভোট গ্রহণ ৩০ সেপ্টেম্বর ২০২৩ইং সকাল ৯ টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে।
উক্ত ব্যবস্থাপনা কমিটির পদ পদবীর সংখ্যা ৬ জন।সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, এবং পরিচালক তিনজন।
বণিক সমিতির শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপতি পদ সহ, ছয়টি পদে মোট ৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সাবেক সভাপতি আব্দুর রহমান এর সাথে সাক্ষাতে জানা যায়, তিনি ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরব গমন করবেন বিধায়, তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন না।তিনি আরো বলেন, সকল পদে একক মনোনয়ন সংগ্রহের কারণে, সমিতির বিধি মোতাবেক ফরম সংগ্রহকারীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার সম্ভাবনা আছে। আগামী দিনে ব্যবসায়ীদের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন এবং ব্যবসায়ীদের মঙ্গল কামনা করেছেন এই প্রবীণ ব্যবসায়িক নেতা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031