খোকসা গোপগ্রাম ফাজিল মাদ্রাসা অধ্যক্ষের অনিয়ম-দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন
ভিক্টর বিশ্বাস চিতা রিপোর্টার
কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের গোপগ্রাম এজেড ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ এবং সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার প্রতিষ্ঠানটি সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৩১শে আগষ্ট) বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানটির আয় ব্যয়ের হিসাব, শিক্ষা প্রতিষ্ঠানের জমি বিক্রির অর্থ , ডিজিটাল ল্যাবের সরঞ্জামাদির হিসাব নিকাশ প্রকাশে অধ্যক্ষ সাইদুল ইসলামের অনীহাসহ অসৎ উপায় পদোন্নতি সহ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের নানা অভিযোগ তুলে ধরেন। এ সময় মানববন্ধনে উপস্থিত সকলে শিক্ষা প্রতিষ্ঠানটির অনিয়ম দুর্নীতির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সরেজমিনে গোপগ্রাম এজেড ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসা পরিদর্শনে গেলে অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসেনের সাথে কথা বললে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটি অনিয়মের বিষয় স্বীকার করেন। এসময় তিনি আরো জানান, এসব ঝামেলার কারণে অধ্যক্ষ হওয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি।