দুই কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতু দাঁড়িয়ে আছে নিথর একা।
নুরুজ্জামান খোকন, কাউখালী পিরোজপুর
পিরোজপুর নাজিরপুরে বানারচর গ্রামে, ২০২০/২১ অর্থবছরে ২ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেতুটি অপরিকল্পিত রাস্তা বিহীন তৈরি করা হয়েছে, সেতুর এক পাশে কাঁচা রাস্তা এবং অপর পাশে নদী । রাস্তার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা না করে সেতু তৈরিতে এলাকাবাসীর খোব প্রকাশ করেন।
বর্তমানে অব্যবহারিত সেতুর উপরে কাপড় শুকানো,ধানমলা, নাড়াকুটা রাখা ছাড়া চলাচলের জন্য ব্যবহারিত হচ্ছে না। স্থানীয় প্রকৌশলীদের সাথে যোগাযোগ করলে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
ভিউ: ৯৭