জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার-১।
এম.এইচ.সম্রাট, জীবননগর।। জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩ বোতল ফেন্সিডিলসহ একজন কে গ্রেফতার করেছে।
বুধবার (৩০ আগষ্ট) আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুন-এর নির্দেশনায় অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে জীবননগর পৌরসভাধীন ডাঙ্গাপাড়া গ্রামস্থ জনৈক মনিরুজ্জামান এর ওরবী কোটেল ডেইরী ফার্ম এর মেইন গেটের সামনে পাঁকা রাস্তার উপর হইতে গয়েশপুর উত্তরপাড়ার মৃত আজিজুল হকের ছেলে রমজান আলী (২৫), কে ১৩ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম জাবীদ হাসান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।