SF tv
সালথা থানার সোনাপুর ইউনিয়নের ফুকরা ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হাসান মুন্সী এর কোন তুলনা হয় না।
৩০-৮-২০২৩ বুধবার
মোঃ ইলিয়াস খান ফরিদপুর প্রতিনিধি।
সালথা থানার সোনাপুর ইউনিয়নের ফুকরা ৫ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হাসান মুন্সী কোন তুলনা নেই তিনি মানুষের সুখ দুঃখে সব সময় পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এমনকি যখন তখন মানুষের বিপদে-আপদে ছুটে আসেন এই মেম্বার, তিনি অনেক সময় নিজের গায়ের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচিয়ে দেন। এমনকি যদি কেউ গভীর রাতে ও তাকে ডাকে সাথে সাথে তিনি সেই ডাকে সাড়া দিয়ে মানুষ সেবায় নিজেকে উজাড় করে বিলিয়ে দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় রাস্তার মাটি কাটার সময় নিজের মাথায় করে মাটি বহন করে রাস্তা নির্মাণ করিতেছে জনগণের জন্য যেটা বাংলার কোন মেম্বার এ পর্যন্ত করেছে কিনা সেটা আমাদের জানা নেই কিন্তুু এই মেম্বার শুধু যে রক্ত দিয়ে মাটি কেটে অন্যান্য কার্যক্রম করে ক্ষ্যান্ত হয়ে যান নাই তিনি নিজের খাবার ও মানুষকে খাওয়ায়ে দেন। নিজের ঘরের চাউল নেই কিন্তু ঠিকই সে গরিব অসহায় দরিদ্র মানুষের ঘরে চাউল ডাউল যাবতীয় বাজার নিজে পৌঁছায় দেন এবং এলাকায় ঘুরে ঘুরে গরীব অসহায় মানুষের যত প্রকার সহযোগিতা করার প্রয়োজন তা তিনি করে থাকেন কখনোই সে নিজেকে নিয়ে ভাবে না সব সময় এলাকার মানুষকে নিয়ে তিনি ভাবেন এজন্য তাকে সবাই মানুষের উপকার অথবা মানবতার ফেরিওয়ালা হিসাবে দেখেন এবং জনগণে বলেন আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই আবুল হাসান মুন্সী কে ভোট দিয়ে বারবার নির্বাচিত করব কারণ আবুল হাসান মুন্সী মেম্বার হলে সব সময় আমাদের খোঁজখবর নিবেন
বর্তমানে যেমন রাখেন ভবিষ্যতেও রাখবেন ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণ এই মেম্বারকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন এই মেম্বারও তার জীবনের থেকেও বেশি তার ৫ নম্বর ওয়ার্ডের জনগণকে ভালোবাসেন।