ছাতকে মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ
ছাতকে মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ ওঠেছে।
সুনামগঞ্জের ছাতকে রেজিস্ট্রেশনের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজবুল হকের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে আজির উদ্দিন বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারীরা হলেন-সবিতা রানী, সয়লা রানী নাথ, শিপু রানী নাথ, প্রদীপ নাথ, শওকত আলীসহ প্রায় ২৪ জন অভিভাবক। এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি তাদের সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। গরিব-অসহায় পরিবারের শিক্ষার্থীদেরও ফি’র বিষয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। ওই প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৪৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।