বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান সাহেবের গণসংযোগ।
মোঃ ইলিয়াস খান ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান সাহেব সালথা ও নগরকান্দার বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এভাবেই বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন এবং নৌকা মার্কার জন্য ভোট চাচ্ছেন তিনি বলেন আমাকে যদি নমিনেশন দেয়া হয় তাহলে আমি নির্বাচন করব
আর যদি অন্য কাউকে দেয়া হয় আমি আমার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে নৌকার জন্য কাজ করে যাব, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি পুনরাবার নির্বাচিত হন সরকার গঠন করেন তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আর যদি অন্য কোন দল ক্ষমতায় আসে দেশের উন্নয়নের ও মানুষের অনেক বড় ক্ষতির মুখে পড়বে তিনি আরো বলেন এর জন্য আমি সবাইকে আহবান করি আসুন আমরা সকলে মিলে সোনার বাংলা গড়ার জন্য একত্রিত হয়ে কাজ করি এবং পুনরায় আবার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী জনবান্ধব নেত্রী কে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় এনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবো, তিনি আরো বলেন ফরিদপুর জেলার আওয়ামী মৎস্যজীবী লীগের সমস্ত নেতা কর্মী নিয়ে আমি মাঠে সক্রিয়ভাবে আছি এবং সক্রিয়ভাবে থাকবো এই বলে তিনি উনার বক্তব্য শেষ করেন।