মির্জাপুর উপজেলা যুবদলের আহ্বায়কে দেখতে হাসপাতালে বিএনপির নেতা, সাঈদ সোহরাব
উত্তরা হাই-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন টাংগাইল মির্জাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা (জীবন)কে দেখতে যান সাবেক ছাএ নেতা,
ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মহসীন হলের সাবেক জিএস, বিএনপি জাতীয় নির্বাহী কামিটির অন্যতম সদস্য, টাংগাইল -৭ (মির্জাপুর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জননেতা জ্বনাব আলহাজ্ব মোঃ সাঈদুর রহমান (সাঈদ সোহরাব) এ সময় তিনি হাসপাতাল কতৃ’পক্ষের সাথে গোলাম মোস্তফা (জীবন)এর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। আরো উপস্হিত ছিলেন মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জ্বনাব আরিফুজ্জামান শাহীন।
ভিউ: ২৫৮