পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিলের চেক বিতরণ
এম জালাল উদ্দীন। খুলনা জেলা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী’র কল্যান তহবিলের চিকিৎসা সহয়তার চেক প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পাইকগাছা প্রেসক্লাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খুলনা-৬’র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু উক্ত চেক বিতরণ করেন।
আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল- আমিন।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ, লিপিকা ঢালী।
এসময়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আঃ,মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সস্পাদক আনন্দ মোহন বিশ্বাস,সাবেক কাউন্সিল শেখ আনিছুর রহমান মুক্ত,সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও যুবনেতা এমএম আজিজুল হাকিম এসময় ৩৭’জনকে ২৩লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।