Spread the love

বিশ্বম্ভরপুরে মসজিদ কমিটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী

মোঃ তাজিদুল ইসলাম,সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার তেলিকোনা গ্রামের মসজিদ কমিটির সভাপতি তাহের উদ্দিন কতৃক ২০ লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা শিরোনামে কয়েকটা পোর্টালে নিউজ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবী করেছেন মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ এলাকাবাসী ।
উপজেলার পলাশ ইউনিয়নের তেলিকোনা গ্রামসহ এলাকা ঘুরে এ ভিত্তিহীন সংবাদের কোন সত্যতা পাওয়া যায়নি।
সরেজমিনে তদন্ত করে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তেলিকোনা মসজিদের সভাপতি তাহের উদ্দিন প্রায় ২৪ বৎসর যাবত এই মসজিদ পরিচালনা করে আসছেন কিন্তু কোন সময় তার নামে কোন অপবাদ বা আত্মসাতের অভিযোগ পাওয়া যায় নি।কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে তেলিকোনা গ্রামের গুটি কয়েক ব্যক্তির ইন্ধনে মসজিদের মোতাওয়াল্লী তাহের উদ্দিনও সেক্রেটারী ফজর আলীর নামে ২০ লক্ষ টাকা আত্মসাতের একটি অভিযোগ পাওয়া যায়। কিন্তু এলাকাবাসীর দেয়া বক্তব্যে দেখা যায়, ২০ লক্ষ টাকা নয় ওই জায়গায় ৮ লক্ষ ২৪ হাজার ২শত ৯০ টাকার একটি হিসাব পাওয়া যাচ্ছে। যা মসজিদের ক্যাশিয়ার ওসমান গনির হাতে জমা ছিলো, ক্যাশিয়ারের হাত থেকে পর্যায়ক্রমে এনে খরছ করা হয়েছে। এর সমস্ত হিসাবের মেমো ক্যাশিয়ারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোতাওয়াল্লী এলাকাবাসীর কাছে খুব সুন্দর ভাবে সকল হিসাব বুঝিয়ে দিয়েছেন, সকল টাকা মসজিদের নির্মাণ কাজে ক্যাশিয়ার ও সেক্রেটারীর সমন্বয়ে ব্যয় করেছেন। যার সমস্ত প্রমাণাদি রেজিস্টারি খাতায় সংরক্ষিত আছে।
মসজিদ কমিটির সভাপতি তাহের উদ্দিন বলেন, আমরা বিগত ২৪ বছর যাবত মসজিদ পরিচালনা করে আসছি, গ্রামবাসী বসে যদি আমাদের কোন দুর্বলতা খুজে পায় তাহলে আমাদের বিচার হোক।
তা না হলে আমাদের বিরুধী পক্ষ যে আমাকে জড়িয়ে অনলাইন পত্রিকায় মিথ্যা খবর প্রকাশ করে আমাকে অপমান করলো, তার জবাব ওরা দিতে হবে।
আমার দ্বারা যদি মসজিদের কোন বেআইনি কাজ বা টাকা আত্বসাতের ত্রুটি থাকে তাহলে আমার বিচার হোক বলে তিনি জানান ।
এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন,সভাপতি ২৪ বছর যাবত মসজিদ খুব সুন্দর ভাবে পরিচালনা করে আসছেন, তার দ্বারা আমাদের মসজিদের উন্নতি হচ্ছে। তিনি মসজিদের কোন টাকা আত্মসাৎ করেননি
কিংবা মসজিদে কোন নিম্নমানের মাল লাগাননি। তিনি সব সময় নিয়মতান্ত্রিকভাবে মসজিদের হিসাব নিকাশ দিয়ে যাচ্ছেন, আমরা গ্রামবাসী সভাপতি ও সেক্রেটারির উপর সন্তুষ্ট আছি।
এলাকাবাসী, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান এবং তাদের মানহানির বিষয়ে মিথ্যা অপবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031