
কবিতাঃ”অবহেলা”
আজিজুর রহমান
কোন অবহেলা
নেই দুচোখে মায়া
অদ্ভুদ আচরণে
যেনো নিয়তির খেলা।
ভেজা মাটির গন্ধে
উইপোকার ছন্দে
ডানা দুটি ঝরে পড়ে
বাঁচা মরার লড়াইয়ে।
স্মরণ করেনা অতীত
ইচ্ছে করে ভুলে থাকে
আগুনে পোড়া ক্ষতে
লবণের ছিটা মারে।
সমরের মাঠেতে
চলে বাহু দুটি তাঁর
দিনকে রাত বানায়
লোকে দেয় ধিক্কার।
**সমাপ্ত**
ভিউ: ১৮০