শোকাবহ আগস্ট মাসের শেষ সন্ধ্যায় নীলফামারীতে আলোর মিছিল
মতিউর রহমান জেলা প্রতিনিধি
করেছে জেলা ছাত্রলীগ। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে স্বাধীনতাস্মৃতি অম্লান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্মৃতি অম্লান প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এরআগে শিল্পকলা একাডেমিতে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল, বক্তব্য দেন মতিউর রহমান বুলেট ক্রিয়া সম্পাদক নীলফামারী জেলা ছাত্রলীগ ।
শোকাবহ আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তরিত করার লক্ষ্যে এই আলোর মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।