
অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট করলো কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা জেলা প্রতিনিধি
৪ ( চার ) দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট করলো কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস,
সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সারা দেশব্যাপী তাদের দাবীগুলো পূরন করার জন্য বিগত ১২ (বার) দিন যাবত প্রায় ৫০ হাজার ম্যাটস শিক্ষার্থী একটানা এই ধর্মঘট পালন করে আসতেছে । তাদের দাবীগুলো হলো-১.ইন্টার্নশীপ বহাল সহ অসংগতিপূর্ন কারিকুলাম সংশোধন
২.এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন
৩.কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ
৪.বঙ্গবন্ধু ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
আন্দোলনকারী ১ম বর্ষের ছাত্র মোঃ ইকরামুল ইসলামের সাথে কথা বলে জানতে পারি- যতদিন পর্যন্ত তাদের দাবী আদায় না হবে,ততদিন পর্যন্ত একটানা তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে।তাই তারা সরকারের প্রতি আহ্বান করছেন- অতিদ্রুত তাদের দাবীগুলো আদায় করার জন্য সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন।