তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও ছেলে কে পিটিয়ে টাকা ছিনতাই
মো:রুবেল মিয়া স্টাফ রিপোর্টার
পৃর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা পুত্রকে পিটিয়ে 2 লক্ষ টাকার নগদ ছিনতাই করা হয়,ঘটনাটি ঘটেছে টাংগাইল মির্জাপুর উপজেলা মশাজন গ্রামে, আহত ব্যক্তির নাম আব্দুল সালাম, ও তাহার ছেলে শিফাদ হোসেন
গ্রাম দাঁতপাড়া,আহত আব্দুল সালাম বলেন আমি ফতেপুর উচ্চ বিদ্যালয়ে আমার ছেলে লেখাপড়া করতো, বিদ্যালয়েস্কুল সার্টিফিকেট জন্য যাওয়া হয়, ফেরার পথে মশাজন মাদ্রাসার সামনে থেকে ১৮ থেকে ২০ জন ছেলে আমাদের রাস্তা আটকে ধরে এলোপাতাড়ি মারধর করে এমন সময় ছেলে ও আমাকে বলেন লাঠি এটা কাঠের বাঠাম দিয়ে পিটায় একপর্যায়ে আমার ছেলের বিদেশের ব্যাপারে উল্টা গুঞ্জে রাখা ২লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়,সাথের আমার ছেলের কাছে থাকা একটা এন্ড্রয়েড ফোন নিয়ে যায়,এ ব্যাপারে মামলা সকল প্রস্তুতি চলছে, এদের মধ্যে ৪জনকে সনাক্ত করা গেছে, তাদের নাম হচ্ছে মশাজন গ্রামের শাজাহানের ছেলে পারভেজ ও আমরুল, আমির হামজা শাহাদত পিতা সহিদুল রহমান শক্কর,গ্রাম ফতেপুর সহ ১৮থেকে ২০ জনের একটা গ্রুপ ছিল, মারা পরে বলে যদি মামলা করস তাহলে তাহলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।