হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের সর্ব সর্বস্তরের জনগণ যাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন
হিজলা উপজেলা প্রতিনিধি : মাওঃজাহিদুল ইসলাম কাসেমী
হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটে, রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী বড় বড় অনুষ্ঠান সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করেন
এই অনুষ্ঠানে যার সবচেয়ে বেশি ভুমিকা ও অক্লান্ত পরিশ্রম তিনি হলেন হিজলা, মুলাদী ও মেহেন্দীগঞ্জের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কাসেমুল উলুুম ইসলামীয়া মাদরাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা ও লুৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার
সুযোগ্য প্রিন্সিপাল,অসংখ্য আলেমের উস্তাদ ও আধ্যাত্মিক রাহবার , বহু শিক্ষা প্রতিষ্ঠানের মজলিসে শূরার সদস্য,আলহাজ্জ হযরত মাওলানা সালাহউদ্দিন খান সাহেব দাঃ বাঃ
যিনি রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের সুন্দর আয়োজনে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, চরমোনাই, জাতীয় পার্টি, তাবলীগ, ছারছিনা সহ সকল শ্রেণী পেষার মানুষগুলি এক মঞ্চে বসার সুযোগ করে দিয়েছেন।
হিজলা উপজেলার সকল জনগন বলেন প্রিয় হযরতের জন্য সকলের কাছে সুস্থতা ও নেক দোয়া কামনা করছি।
আল্লাহ তায়ালা যেন হযরত কে দ্বীনের জন্য কবুল করেন – আমিন