আব্দুর রব হাওলাদার এর প্রকাশ্যে দিনে লোকসমাজে কুপিয়ে হত্যারাকীর ফাসির দাবিতে বিক্ষব
প্রতিনিধি : মাওঃজাহিদুল ইসলাম কাসেমী
আধিপত্য নিয়ে পূর্বশত্রুতার জেরে বরিশালের মুলাদীতে বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব হাওলাদার (৭০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে জানা যায় তিনি একটি মসজিদের সভাপতিও ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার (ফেরিঘাট) এলাকায় এ ঘটনা ঘটে। চরকমিশনার গ্রামের মৃত আবুল কালাম সরদার ওরফে কলম সরদারের ছেলে কামাল সরদার ও জামাল সরদারের নেতৃত্বে ৩০-৩৫ জন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক বিধান চন্দ্র জানান, সকাল ৯টার দিকে আব্দুর রব খাসেরহাট বন্দরে যাওয়ার জন্য তার অটোরিকশায় ওঠেন। চরকমিশনার আতাহার সরদারের বাগানের কাছে পৌঁছলে কামাল সরদার, জামাল সরদারসহ ৩০-৩৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পথরোধ করে। আব্দুর রবকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় বিধানকেও পিটিয়ে আহত করে তারা। এছাড়া অটোরিকশাটি উলটে পাশের ডোবায় মধ্যে ফেলে দেয়। তারা চলে গেলে লোকজন আব্দুর রবকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷
নিহতের ছেলে আব্বাস হাওলাদার জানান, আধিপত্য এবং মীরগঞ্জ খেয়াঘাট নিয়ে কামাল সরদার ও তার লোকজনের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে ইতঃপূর্বে মনির হোসেন নামের একজনকে হত্যা করা হয়। ওই মামলার আসামিরাই তার বাবাকে হত্যা করেছে। হত্যার পর কামাল ও জামালসহ অন্য সন্ত্রাসীরা তাদের বাড়ির সামনে গিয়ে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে। বর্তমানে পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ।
এই ঘটনার ৬ দিন পর আজ সোমবার RAB-8 খুনি শামিম খান (৩৫) করিম মল্লিক (৪৫) কামাল সরদার (৪০) গ্রেপ্তার করে মুলাদী থানায় নিয়ে যাওয়া পথে স্থানিয় লোকজন মিলে খুনিদের ফাসির দাবিতে বিক্ষব করেন , বিক্ষবকারিরা খুনিদের সকলে খুনিদের ফাসি দাবি করেন ৷