নওগাঁর মান্দায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় আনারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ৷
সোমবার (২৮ আগস্ট) সকাল মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাতীবান্ধা নামক এলাকায় ফজলুর রহমান শেখ এর জমি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আনারুল ইসলাম (৪৫) তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া শেখপাড়া গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে৷ সে স্থানীয় বাজারের কানাই টি স্টলে চায়ের কারিগর হিসেবে কাজ করতো ৷
জানা যায় , সকালে গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় লোকজন লাশটি দেখতে পায়। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় থানা পুলিশ।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।