শ্রীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সভায় মাদক নিয়ে উদ্বেগ আ.লীগ সভাপতির
Spread the love

শ্রীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সভায় মাদক নিয়ে উদ্বেগ আ.লীগ সভাপতির

 

সোহেল রানা, গাজীপুর

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু বলেন,” উপজেলার বরমী ডিগ্রি কলেজের সামনে কতিপয় বখাটে ও মাদকাসক্ত তরুণেরা আড্ডায় মেতে থাকে। পৌর এলাকার মাওনা মসজিদ চত্বরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি হচ্ছে। পুলিশের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিৎ।

প্রশাসনের প্রতি উদ্বেগ জানিয়ে আ’লীগের সভাপতি বলেন, সোনাকর তাঁতি সুতা এলাকায় মাদকাসক্তদের ছড়াছড়ি। এলাকাবাসী ইউএনও বরাবর আবেদন করেন। ইউএনও সেটি থানার ওসিকে পাঠান তিনি। পুলিশ তদন্তে গেলেও কোনোও পদক্ষেপ নেওয়া হয়নি। এ রাগে মাদকাসক্তরা।অভিযোগকারীদের বাড়িঘরে হামলা চালায়। এটা কেমন হলো।

হুমায়ুন কবির হিমু বলেন, সাবরেজিস্ট্রি অফিসে রিসিট ছাড়া টাকা টাকা নেওয়া হচ্ছে যা দু:খজনক। রিসিট ছাড়া কোনো টাকা দেওয়া হবে না। এটা প্রতিরোধ করা উচিৎ। গাজীপুরের শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু।

সোমবার (২৮ আগস্ট) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, শ্রীপুর থানার ওসি অপারেশন সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, উপজেলা প্রকৌশলী রাকিবুল আহসান, আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাহাতুল ইসলাম, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম রফিকুল আজাদ,তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আকন্দ,উপজেলা আ’লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু,শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

এ সময় উপজেলার কয়েকটি বিষয় বাদে বর্তমান আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031