নওগাঁর মান্দা পাকুড়িয়ায় ১২৮ শহীদ স্মরণে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সুমন হোসেন মান্দা উপজেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দায় ১৯৭১ সালের ২৮ আগস্ট ১২৮ শহীদ স্মরণে মিলাদ মাহ্ফিল, দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৮ আগস্ট) সোমাবার সকালে উপজেলা পাকুড়িয়া বধ্যভূতিতে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় হল রুমে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষাক মোঃ আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক জসিম উদদীন এর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রাধন অতিথি উপস্থিত ছিলেন
মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৯- নওগাঁ-৪ (মান্দা), সাবেক মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রানলায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব, মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এমদাদুল হক,
উপজেলার নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, উপজেলার
আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিম মন্ডল, উপজেলার
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা,শেখ আব্দুল লতিফ উপদেষ্টা মন্ডলের সদস্য নওগাঁ জেলা আওয়ামীলীগ, অ্যাডভোকেট আব্দুল মান্নান সদস্য মান্দা উপজেলা আওয়ামী লীগ,মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান (মকে), সাবেক উপজেলার চেয়ারম্যান মোঃ ডাঃ ইকরামুল বারী টিপু, ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।
উল্লেখ্য, দিনটি ছিল একাত্তরের ২৮ আগস্ট। বাংলা ১১ ভাদ্র শরিবার। কাক ডাকা ভোর। এদিন নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া ও বিলউথরাইল গ্রামের নিরিহ মানুষকে রাজাকারদের সহায়তায় অস্ত্রের মুখে জিম্মি করে ধরে আনেন পাকহানাদার বাহিনী। তাঁদের জড়ো করা হয়েছিল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে।
এরপর লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যার করা হয়। এ হত্যাযজ্ঞে শহীদ হন ১২৮ জন মুক্তিকামি মানুষ। সেদিন সৌভাগ্যক্রমে বেঁচে যান ১৭ জন। সেই থেকে শহীদদের স্মরণে দিবসটি পালিত হয়ে আসছে।