জলবদ্ধতার প্রধান কারণ ঠিকাদারেরা বাঁধ দেওয়ার পর মাটি অপসারণ না করা।
জিয়াউল ইসলাম জিয়া প্রতিনিধি
জলাবদ্ধতার প্রধান কারন খাল খনন করার জন্য ঠিকাদাররা যে বাঁধ দিয়েছিল সেই বাঁধ থেকে মাটি অপসারণ না করার কারনে জলজট সৃষ্টি হয়েছে।
সাবেক কমিশনর কফিল উদ্দিন খাঁন এলাকাবাসীকে সাথে নিয়ে কোদাল দিয়ে বাঁধ কাটতে গেলে আমাদের পক্ষে তা ছিল অসাধ্য।
সেনাবাহিনীর ৩৪ ব্রিগেটের সাহায্য চাইলে উনারা স্কেভেলেটর পাঠালে তা দিয়ে বাঁধ কাটার পর পানি সরতে থাকে।আশা করছি আজ রাতের মধ্যে পানি নেমে গেলে মানুষের দূর্গতি কমবে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাচঁলাইশ ৩নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে।যেকোনো দুর্যোগে সবার আগে আপনাকে দেখেছি।বর্তমান ও দেখছি যার জ্বলন্ত প্রমাণ। প্রাকৃত জনবান্ধব
লোক।দুর্যোগময় পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারেনা।এই ছবিগুলোই তার জ্বলন্ত প্রমাণ।
ভিউ: ১৬৭