স্কুল থেকে বাড়ি ফেরা হলনা আরাফের।
ময়সিংহের নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ডের নতুন মসজিদে আজ সোমবার মোঃ আমিন পূত্র মোঃ আরাফ মী (৬)
১১ ২০ মিনিটের সময় আমি ইসলামিক কিন্ডার গার্ডেন স্কুলে চলে যাওয়ার জন্য ঢাকাগামী রুহানক বাসের ধাক্কায় আরাফ ঘনা মৃত্যু বরণ করে।
আরাফের মৃত দেহের জনতার পানি পানি। আরাফের আমার আহাজারিতে শোকের ছায়া দেখা। পরিক্ষার বাড়িতে ফেরাকানা আরাফের,নিরা পদ দিয়ে আশা চাই নান্দাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক করেন যেনো আরাফের পরিবার কে এই সাইবারিক দান করেন।
ভিউ: ১১৮