
সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় গাছতলা বাজারে কারেন্টের পিলার রেখে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে।
শান্ত রহমান সুনামগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।
সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় গাছতলা বাজারে গাছতলা উচ্চ বিদ্যালয়ের পাশে। একটি কারেন্টের ফিলার রাস্তার মাঝে রেখে রাস্তার সোলিং এর কাজ চালিয়ে যাচ্ছে ।\
গাছতলা বাজারবাসী কারেন্টের ফিলার সরিয়ে কাজ করার জন্য দাবি জানিয়েছে । ফিলার না সরিয়ে জোরপূর্বক ভাবে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। গাছতলা বাজার বাসীর দাবি যদি কারেন্টের ফিলার না সরানো হয় বাজারের ভিতরে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভিউ: ১২১