চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চম্বল ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাস্টার বদিউল আলম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার ২৭ আগস্ট চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে বেলা ১ টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় কন্যা তাহেরা বেগম।।
মাস্টার বদিউল আলম ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ পর্যন্ত দীর্ঘ ১৫ টি বছর চম্বল ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করার পাশাপাশি উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।একজন সফল চেয়ারম্যান ও দক্ষ প্রশাসক হিসেবে যেমনটি সুখ্যাতি রয়েছে অনুরূপভাবে শিক্ষা বিস্তারে রয়েছে বিশেষ অবদান। মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে ।
মরহুমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম জিয়া উদ্দিন,পৌর মেয়র অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন,চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের বাঁশখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর,স্ত্রী দুই কন্যা চার ছেলে সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেই
পরপারে পাড়ি জমালেন মাস্টার বদিউল আলম চেয়ারম্যান ।
মরহুমের নামাজে জানাজা ২৮শে আগস্ট সকাল ১১ টায় স্থানীয় চম্বল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।