চুয়াডাঙ্গা সরোজগঞ্জের অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চুয়াডাঙ্গা সদর থানাধীন সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ আনুমানিক ৫০ বছর বয়সী মানসিক প্রতিবন্দ্বী এক নারীর মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ সরকারি মৎস্য খামার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরণে লাল রঙের শাড়ি ও হলুদ রঙের ওড়না ছিল।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অনেকেই জানিয়েছেন নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন। রোববার বিকেলে তাঁকে আশপাশের এলাকায় ঘুরতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে গতরাতে যেকোন সময় চলন্ত গাড়ির আঘাতে তার মৃত্যু হতে পারে।লাশ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে জানানো হয়েছে।
ভিউ: ১৫৮