ভোলায় ২ এ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ড.শান্ত।
শাহীন গাজী ভোলা প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গণসংযোগ করেন যুবলীগের কেন্দ্রীয় নেতা, অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।সোমবার (২৮ সে আগষ্ট) সকালে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে গণসংযোগ করেন ড.শান্ত।গণসংযোগে ড.শান্ত বর্তমান সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ নেতা এ জেড এম মনিরুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল আলম খোকন, দৌলতখান উপজেলা যুবলীগ নেতা ও হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান,রাসেল আকন ,দৌলতখান উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ পাটোয়ারী, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, যুবলীগ নেতা নয়ন মিলিটারি, আশরাফুল আলম শিশু,আ: হালিম প্রমুখ।