কমলগঞ্জে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মোহাম্মদ রায়হান প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
“বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে” ‘তৃণমূল প্রতিনিধি সম্মেলনে’ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় শাহজালাল হোটেল হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলগঞ্জ থানা শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাক আহমদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ সোলাইমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জননেতা মোঃআইয়ুব আলী
বক্তব্য রাখেন : মাও কবির উদ্দিন নোমানী, ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি কমলগঞ্জ শাখা, ইসালামী আন্দোলন বাংলাদেশ কমলগঞ্জ শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ইসালামী যুব আন্দোলন কমলগঞ্জ শাখার সভাপতি মাওলানা নোমান আহমদ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমলগঞ্জ শাখার সভাপতি ছাত্রনেতা জাকারিয়া আহমদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ , কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন মোহন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, কমলগঞ্জ শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন।
ইসালামী আন্দোলন বাংলাদেশ, ইসলামপুর ইউনিয়ন শাখার সদস্য হাফেজ রাশেদ আহমদ প্রমুখ।
সভাপতি মাওলানা মোস্সাক আহমেদ বলেন,
দুর্নীতি, কায়েমি স্বার্থবাদ, মজুদদার, মুনাফাখোর ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্রগঠনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সেই সাথে তৃণমূলে সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জন করে সকল দুঃশাসনের বিরুদ্ধে আগামিতে রাজপথে কঠোর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান।
উপস্থিতরা তৃনমূল সম্পর্কে বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।