দিরাই রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন দিরাই রিপোর্টার্স ইউনিটি’র নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোশাহিদ আহমদ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি জীবন সুত্রধর, যুগ্ম সম্পাদক আকতার সাদিক, মহিবুর রহমান, কোষাধ্যক্ষ রবিনূর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু প্রমুখ। উল্লেখ্য, ২০২১ সালের ২৭ নভেম্বর দিরাই রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সাধারণ সভায় রিপোর্টার্স ইউনিটির আসন্ন নির্বাচনের প্রস্তুতি সহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে।