আলমডাঙ্গা থানার আয়োজনে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা প্রতিনিধি:
আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা পরিষদ এরশাদ মঞ্চে ২৭.০৮.২০২৩ রোজ রবিবার বিকাল ০৫:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জনাব আব্দুল্লাহ্ আল-মামুন পুলিশ সুপার চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা-১; জনাব আনিসুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চুয়াডাঙ্গা জনাব বিপ্লব কুমার নাথ অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা। সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান চুয়াডাঙ্গা জেলা কমিটি, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বাংলাদেশ আওয়ামীলীগ আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আবু মুছা ও সাধারণ সম্পাদকবৃন্দ ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন এবং মহিলা ভাইস চেয়ারম্যান মারজাহান নিতু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।