নীলফামারীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
নীলফামারীতে নদীর পাড় হতে ৩৪ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ধাইজান নদী হতে ঐ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় বাহাগিলি ইউনিয়নের মাছুয়া পাড়া কাঠের ব্রিজের নিচে লাশ টি দেখতে পায় স্হানীয়রাপরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় ।বাহাগিলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন বিষয় টি নিশ্চিত করে বলেন সকালে মাছুয়া পাড়া গ্রামের কয়েকজন কাঠের ব্রিজের নিচে কুকুর ও শেয়াল কি যে একটা জিনিস নদীর বালু খুড়ে বের করছে পরে তারা কাছে গিয়ে দেখেন উলঙ্গ একটি যুবকের লাশ ।পরে স্হানীয়রা আমাকে বিষয়টি জানালে আমি বিষয় টি থানায় অবগত করি ।তিনি আরো বলেন প্রায় সপ্তাহ খানেক আগে মাছুয়া পাড়া বাশাপাড়া গ্রামের একরামুল হকের ছেলে মার্শদুল হক (৩৪) নিখোঁজ হয়।এবারে কিশোরগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি ও করা হয়েছে ।লাশ টি বিব্রত কর হওয়ার কারনে পরিবারের সদস্য গণ লাশ টি শনাক্ত করতে পারে নি।
বিষয় টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় বলেন খুব দ্রুত আমরা এটার ক্লু বের করবো এবং আইনী ব্যবস্হা নেব।