অল্প একটু বৃষ্টিতেই রাস্তা নিয়ে নানা বিপাকে পড়েছেন কাকিলাদহ জজ পাড়ার সাধারণ মানুষ
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম:
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কাকিলাদহ গ্রামের জজপাড়ার রাস্তার বেহাল দশা কাকিলাদহ গ্রামের মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কাকিলাদহ জজপাড়ার জামাত বাড়ির হইতে আনার বাড়ির পর্যন্ত সড়কটি কাঁচা রাস্তা হওয়াই সামান্য বৃষ্টিতে হয়ে যায় কাদা যুক্ত ফলে মোটরসাইকেল পাখি ভ্যান সহ চলাচল করিতে পারেনা বিভিন্ন প্রয়োজনীয় যানবাহন এই সমস্যা থেকে দূরে নেই স্কুল শিক্ষার্থীরাও কাকিলাদহ মানুষের দাবী যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামতের কাজ জন্য জনপ্রতিনিধির কাছে আবদার জানাচ্ছি
ভিউ: ১৮৫