র্যাব সদস্যের সহযোগিতায় হুইলচেয়ার পেলো আ: খালেক
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
গাছ থেকে পড়ে মেরুদণ্ড ভেঙ্গে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন আব্দুল খালেক৷ অবশেষে র্যাবের এক গর্বিত অফিসারের সহযোগিতায় একটি হুইলচেয়ার উপহার পেলেন শারীরিক প্রতিবন্ধী আব্দুল খালেক।
শুক্রবার বিকেলে র্যাবের গর্বিত সদস্য কবিরুল সাগরের পক্ষ থেকে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হুইলচেয়ারটি আব্দুল খালেকের কাছে পৌছে দেন নীলফামারী জেলার কৃতি সন্তান সাংবাদিক এবং মানবাধিকার কর্মী সাংবাদিক তপন দাস।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক স্বাধীন মত পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি জনপ্রিয় সাংবাদিক ও সমাজ সেবক সাংবাদিক সামিউল ইসলাম সায়মন।
এসময় আব্দুল খালেকের স্ত্রী বলেন আমার স্বামী দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলেন কেউ আমাদের কে কোন সহযোগিতা করে নি তবে সাংবাদিক তপন দাস এর সহযোগিতা আজ আমার একটি গাড়ি পেলো ( হুইলচেয়ার) । এতে এখন আমার স্বামী একটু হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।
আর আমি কি বলে যে র্যাবের এই গর্বিত সদস্য কবিরুল ইসলাম সাগর স্যারকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুজে পাচ্ছি না । তবে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন র্যাবের এই গর্বিত অফিসারকে কে সুস্থ রাখে ও দীর্ঘজীবি করেন। তার এই মহান উদ্যোগ টি যেন সফলতার সাথে চালিয়ে যেতে পারে এই কথা বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত র্যাবের কর্মকর্তা সদস্য কবিরুল সাগর সাহেবের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। সাংবাদিক তপন ভাই অসুস্থ্য আব্দুল খালেক ভাইয়ের জন্য একটি হুইলচেয়ারের সহযোগিতা চাইলে আমি তথ্য যাচাই বাছাই করে এটা নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের অর্থায়নে হুইলচেয়ার ম্যানেজ করে দিয়েছি। আমি সাংবাদিক তপন দাস এর মাধ্যমে নীলফামারীর এই গরীব অসহায় মানুষ টিকে সামান্য কিছু সাহায্য করতে পেরে আমি খুব আনন্দিত।