১২খদ্দর সহ ১৩ জন যৌনকর্মী আটক
মো:রুবেল মিয়া
টাংগাইল জেলা প্রতিনিধি
টাংগাইল মির্জাপুরে ভাড়া বাসা থেকে ১৩ জন যৌনকর্মী ও ১২জন খদ্দরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫আগস্ট) দুপুর ৩সময় মির্জাপুর উপজেলার গোড়াই দক্ষিণ নাজির পাড়া এলাকা একটি বহুতল ভবনের চারতলা ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোড়াই এলাকার মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খানের বহুতল ভবনের চার তলা ফ্ল্যাটে এই চক্রটি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড করে আসছিল। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকষ্মিক অভিযান পরিচালনা করে মির্জাপুর থানা পুলিশ। এসময় ওই ভবনের দায়িত্বে থাকা ম্যানেজারসহ ১২ খদ্দর ও ১৩ যৌনকর্মীকে আটক করা হয়।
মির্জাপুর থানার ওসি মাসুদ করিম বলেন, এই অভিযান থেকে ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল শনিবার ২৬ আগস্টতাদের কোর্টে প্রেরণ করা হবে।
ভিউ: ৪০