দোয়ারাবাজারে ছাত্র মজলিসের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা
মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ দোয়ারাবাজারে ছাত্র মজলিসের এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ইসলামী ছাত্র মজলিস প্রতিষ্ঠাকাল থেকেই ছাত্র সমাজের শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে -জাকারিয়া হোসাইন জাকির।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার আওতাধীন দোয়ারা বাজার উপজেলা শাখার উদ্যোগে দোহালিয়াস্থ আমানা ট্রাভেলস এন্ড ট্যুরস কার্যালয়ে এসএসসি ও দাখিল-২০২৩ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন ছাত্র মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মোঃ এনামুল হক, পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমায়েল আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর কোতোয়ালি থানা পশ্চিম’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন সাঈদ, সহ-সাধারণ সম্পাদক নূর আহমদ মাসুম, ছাত্র মজলিস সিলেট মহানগরীর মাদরাসা বিভাগের প্রচার সম্পাদক জুবায়ের নাবিল ও আরও প্রমূখ।
প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ, সুতরাং তাদের যথোপযুক্ত পরিচর্যা করা রাষ্ট্রের আবশ্যকীয় কর্তব্য। তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশে নিশ্চিত, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, সর্বোপরি দক্ষ মানবসম্পদ তৈরিতে ছাত্র মজলিস ১৯৯০ সাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পাশাপাশি তিনি হতাশা ব্যক্ত করে বলেন, শিক্ষায় বৈষম্য এবং শিক্ষা গবেষণায় অপর্যাপ্ত বরাদ্দের কারণে শিক্ষার সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশ। এছাড়াও পরিকল্পিতভাবে ধর্মীয় শিক্ষার সংকোচনের ফলে নীতিনৈতিকতা বিবর্জিত আগামী প্রজন্ম তৈরি হওয়ার আশংকা ব্যক্ত করেন তিনি। তাই তিনি সরকার ও রাষ্ট্র-কে সুন্দর জাতিগঠনের নিমিত্তে শিক্ষা ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহবান জানান।