নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে মারপিট আহত ৩
Spread the love

নওগাঁর মান্দায় চাঁদার টাকা না পেয়ে মারপিট আহত ৩
মোঃ রায়হান আলী নওগাঁ
নওগাঁর মান্দায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মারপিট করে তিন জনকে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ৩নং পরানপুর ইউপির শিশইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম রতন, তার স্ত্রী রেহেনা পারভীন ও মেয়ের জামাই জাবেদ আলী। জাবেদ আলী সদর ইউপির কোচড়া গ্রামের আকবর আলীর ছেলে সে মান্দা উপজেলা একাউন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। অভিযুক্তরা হলেন, শিশইল গ্রামের মৃত আব্দুর রাকিবের ছেলে, রাজু আহমেদ (২৬) মেয়ে রাফিয়া (২২) ও তার স্ত্রী রুমি খাতুন (৪৬)।

আহত আবুল কাশেম (রতন) জানান, আমার গরুর শেডের মলমত্র তাদের পুকুরে গিয়ে মাছ মারা গেছে এমন অজুহাতে বেশ কিছুদিন ধরে আমার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। তার দাবিকৃত টাকা না দেওয়ায় সকালে বাড়ির উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এ সময় আমার জামাই জাবেদ আলী তাকে নিষেধ করলে জামাই কে এলোপাথাড়ি মারপিট করে তারা বাম হাতের কব্জি ভেঙ্গে দেয়। এ সময় আমি ও আমার স্ত্রী জামাইকে বাঁচাতে গেলে আমাদেরকেও মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এসব বিষয়ে অভিযুক্ত রাজুর মা রুমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার ছেলে কোন চাঁদা চাইনি বরং আমাদের পুকুরের মাছ তারা মেরে ফেলেছে আমাকে গালিগালাজ করেছে এজন্য থানায় একটি অভিযোগ করেছি। এ ঘটনায় ৩ নং পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতিপূর্বে রাজুর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ব্যাটারি চুরি, ছিনতাই, চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা নেওয়া চাঁদাবাজি করা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে খুন-যখমের হুমকি প্রদান করে। এজন্য এলাকায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীর সঙ্গে যোগাযোগ করালে তিনি জানান, এ ঘটনায় এক পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
293031