জাতির পিতার মাগফেরাত কামনায় সুলতানপুর মসজিদে দোয়া
কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রতিনিধি :মোঃ মাজহারুল ইসলাম
বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর জামে মসজিদে মিরপুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক হীরক জোয়াদ্দারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫আগস্ট) জুম্মার নামাজের পর স্থানীয় সুলতানপুর ১নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে মাসব্যাপী শোক দিবসের কমর্মসূচীর অংশ হিসেবে সুলতানপুর জামে মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এদিকে একই দিন মিরপুর মুক্তিযোদ্ধা সংসদের পাশে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়। যুবলীগের ১ নং ওয়ার্ড সভাপতি মুন্নাফ দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক হীরক জোয়ার্দ্দার। এছাড়া পৌর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।