“কলমাকান্দায় পাহারি ঢলে প্লাবিত খানৈই ইউনিয়ন”
উপজেলা প্রতিনিধি,কলমাকান্দা, নেত্রকোনাঃ
কলমাকান্দা উপজেলার খানৈই ইউনিয়নে পাহারে অতিবৃষ্টির ফলে প্লাবিত হয়েছে।
এই ইউনিয়নটি বর্ডার পার্শ্ববর্তী হওয়ায় পাহারী ঢলের পানি খুব তারাতারি এখানে চলে আসে।
পাহারের ছোট ছোট খাল হয়ে পানি খানৈই ইউনিয়ন দিয়ে হাওরে পড়তেছে।এর ফলে বাওসাম বাজারের পাশে কিছু গ্রাম তলিয়ে গেছে। নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।কিছু রাস্তা তলিয়ে গেছে।বাজারের কিছু অংশ পানির নিছে। কিছু কিছু গ্রামের মানুষ পানি বন্ধি।চলছে জন দুর্ভোগ।পশু পাখি নিয়ে যেতে হচ্ছে উচু কোন স্থানে।
এর প্রধান কারন হিসেবে স্থানীয়রা মনে করেন পাহারী খাল এবং নদী ভরাট হয়ে যাওয়ার জন্য এ বন্যার সৃষ্টি হয়েছে।
অই এলাকার কিছু স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,তারা বলেন,কাল হটাৎ করেই পাহারী ঢল চলে আসে,যার ফলে অনেকের ঘরে পানি উটে যায়,এবং পশু পাখি নিয়ে রাস্তায় চলে আসতে হয়।কিছু রাস্তা পানিতে তলিয়ে গেছে,অনেক পরিবারের অর্থনৈতিক ক্ষতি সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারা খাল এবং নদী খননের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করেছেন।