পিরোজপুর কাউখালীতে সাঁতারু সজীবকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ
কাউখালী উপজেলার গোসনতারা ৬৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোঃ সজীব – “জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা” – ২০২৩ সাঁতার প্রতিযোগিতায় উপজেলা,জেলা এবং বরিশাল বিভাগে ১ম স্থান অধিকারে জাতীয় পর্যায়ে ঢাকায় অংশগ্রহণ করতে পারায়, সজীবকে উৎসাহ উদ্দীপনা ও মনোবল সাহস যোগাতে “আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” কাউখালী উপজেলা শাখার উদ্যোগে-২৪/০৮/২৩ বৃহস্পতিবার, স্কুল অফিস কক্ষে সজীবকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও কাউখালী উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামরুল খান এর ব্যক্তিগত উদ্যোগে পারিবারিক ব্যবহারিত ১৩ টি আইটেম উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মনিবুর রহমান- প্রাথমিক শিক্ষা অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মোঃ মোস্তাফিজুর রহমান- চেয়ারম্যান ৩ নং সদর। জনাব কেএম জামান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম – প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার । মো: হাবিবুল্লাহ ফকির সাধারণ সম্পাদক প্রাথমিক শিক্ষক সমিতি। মোঃ আজম, ইউপি সদস্য, সভাপতি করেন মোঃ ইমরান হোসেন, সঞ্চালনায় মোঃ নুরুজ্জামান খোকন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সদস্য ও সাংবাদিক । এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।