
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ নভেম্বর ২০২৫) বিকেল ৫টার সময় হাজীমড়াস্থ চাতালে বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মিলিমা ইসলাম মিলির নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিনসহ উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তারা চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সদর) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন মাঠে থেকে কাজ করা ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে যদি অনভিজ্ঞ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি নির্বাচনে পরাজিত হন, তাহলে এর দায়ভার অবহেলিত নেতাকর্মীরা নেবেন না। বক্তারা আরও বলেন, আলমডাঙ্গা বিএনপির কর্মীরা সবসময় ঐক্যবদ্ধ থেকেছেন এবং দলের স্বার্থে সবসময় কাজ করেছেন। তাই মনোনয়ন বণ্টনে ত্যাগী ও যোগ্য নেতাদের প্রাধান্য দিতে হবে — যাতে দল বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে পারে। আলোচনা সভার শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচনে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।










