
গাজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটে মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াপাড়ার আমজাদ হোসেন স্বপনের ফাঁকা জায়গা থেকে দুইজন মাদক কারবারিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুম ভূইয়া (২৩), পিতা- সানাউল্লাহ ভূইয়া, মাতা- আইরিন বেগম, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর।
সাহিন ভূইয়া (২৬), পিতা- ইসমাইল ভূইয়া, সাং- নোয়াপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- গাজীপুর। অভিযানে তাদের কাছ থেকে ৩০ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯,০০০ টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী কালীগঞ্জ থানায় একটি মামলা (এফআইআর নং-৩, তারিখ- ০৩/১১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) অপূর্ব কুমার বাইন এবং তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ রাসেল।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোঃ আলাউদ্দিন) বলেন—“মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে। আমি এবং আমার থানার সকল পুলিশ সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল থাকব।”










