
সাগর আহমেদ জজ,,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের ফলাফল বিপর্যয় সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হুমকির প্রতিবাদে পূর্বধলায় সাংবাদিকদের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
সমাবেশে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক আমার সংবাদ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্ত-এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দিনকাল-এর জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সদস্য দীপক সরকার, জাকির আহমেদ খান কামাল, কালের কণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন-ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, এনটিভি অনলাইন-এর প্রতিনিধি এসএস ওয়াদুদ, একুশের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি আল মনসুর, মানবকণ্ঠ-এর প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, মানবজমিন-এর প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক আমিনুল ইসলাম মন্ডল, আব্দুল্লাহ আল-আমিন, ইমতিয়াজ আহমেদ সজিব, শাহীন খন্দকার, সাগর আহমেদ জজ, আল-আমিন শেখ, আল-মামুন, আমিনুল হক, জিয়াউর রহমান, মজিবুর রহমান তালুকদার, মোশাহিদুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক










