ময়মনসিংহে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার
Spread the love

ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর আশিক (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিপাড়া ভাটিঘাগড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আশিক ওই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার যুবক শাহীন (২৫) আশিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, ৩০ অক্টোবর রাতে আশিককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। স্থানীয়রা জানান, শাহীন মাদকসেবন ও চুরি-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ধারণা করা হচ্ছে, আশিককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লোহার রড ও শাবল উদ্ধার করা হয়েছে, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে।” মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930