
মোঃ রনি রজব ;
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম আমড়ীতলা আশ্রায়ন প্রকল্পের মেইন রাস্তাটির এখন বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই রাস্তা এখন জনসাধারণের জন্য এক “মরণফাঁদে” পরিণত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, ১৯৯৮ সালের দিকে ইটের হিয়ারিং দিয়ে তৈরি করা এই রাস্তাটি বর্তমানে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। রাস্তাটির অধিকাংশ স্থানে ইট বসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিনই এই রাস্তা দিয়ে অটো, ভ্যান, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।বাসিন্দারা জানান, একাধিকবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের (মেম্বার ও চেয়ারম্যান) কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি আরও বিপজ্জনক হয়ে ওঠে, এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটে।
স্থানীয়রা বলেন, “আমরা সরকারি আশ্রায়ন প্রকল্পে বসবাস করলেও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সবচেয়ে বড় সমস্যা এই রাস্তাটি। শিশুরা স্কুলে যেতে পারে না, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে কষ্ট হয়।”
এ বিষয়ে এলাকাবাসী ভোলাহাট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের নিকট জরুরি ভিত্তিতে রাস্তার বর্তমান অবস্থা পরিদর্শন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন করা হলো ।










