আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
Spread the love

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর ২০২৫) রাত প্রায় ৯টা ৫৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন পারকোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুল মতিনের নেতৃত্বে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের একটি টিম নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাঠে কাজ করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পারকোলা গ্রামের এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পারকোলা গ্রামের মৃত আব্দুল জলিল মালিথার ছেলে নাজমুল (৩০)-কে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজা জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম বলেন,

> “মাদক সমাজ ও জাতির জন্য এক মহা অভিশাপ। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

 

তিনি আরও বলেন,

> “যে কোনো মূল্যে আলমডাঙ্গা থেকে মাদক নির্মূল করতে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। এলাকাবাসীর সহযোগিতা পেলে আলমডাঙ্গাকে আমরা মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তুলতে পারব।”

 

এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এই তৎপরতা ও মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930