হরিণাকুণ্ডুতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতিবাদ
Spread the love

এম. টুকু মাহমুদ, হরিণাকুণ্ডু শহরে প্রতিনিধিঃ এমপিও ভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালনরত জাতির কারিগরদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন হরিণাকুণ্ডু উপজেলার শিক্ষক কর্মচারী নেতারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ সহ উপজেলায় কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের কর্মবিরতী এবং শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন পালন করা হয়।
এদিকে শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন এবং এহেন ঘটনার তীব্র নিন্দা জানান হরিণাকুণ্ডু আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহাবুব মোরশেদের শাহিন।
সচেতন মহলের ক্ষোভ শিক্ষকতার এই মহান পেশাকে জাতি গড়ার কারিগর বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য মর্যাদা পাইনি আজও।
হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি ও শিক্ষক সমিতির সভাপতি এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের (ঢাকা কেন্দ্রীয়) নেতা আবুল হাসান মাস্টার জানান, এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীকরণের দাবিতে আমরা গতো ৭ তারিখে ঢাকাতে একটি প্রগ্রাম করেছিলাম। সেখানে আমাদের নেতাদের দাবি ছিলো জাতীয়করণের। তবে শিক্ষকদের দাবি নিয়েই যখন আন্দোলন হচ্ছে সেখানে, তাই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দাও জানান এই শিক্ষক নেতা। তাছাড়া ঐ আন্দোলনের সহমর্মিতা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আশ্বস্ত করেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয়করণ করা হবে।
হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল বারী জানান,শিক্ষক কর্মচারীদের প্রতি  হামলা হলে তারা তো প্রতিবাদ করতেই পারে। এখানে আমাদের কি করার আছে এব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তবে শিক্ষকরা যে দাবিগুলো করেছেন তা উর্ধতন কর্তৃপক্ষ আছেন, তারাই বিষয়টা বিবেচনা করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930