হাজরাহাটি গ্রামে এডভোকেট মাসুদ পারভেজ রাসেলের পথসভা অনুষ্ঠিত
Spread the love

একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে”
‎নিজস্ব প্রতিবেদক: ‎  সোমবার রাত ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল এর দাঁড়িপাল্লায় প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
‎সভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনের আহ্বান জানান। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে। আজ দেশে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে নৈতিকতা, যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে।”
‎তিনি আরও বলেন ‎ “জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিবাদী রাজনীতি করে না; আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের একমাত্র আদর্শ বিশ্বনবী মুহাম্মদ (সা:)।আমরা সেই রাসুলের আদর্শ অনুসরণ করেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের চাকরি বা অধিকার পেতে ঘুষ দিতে হবে না, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক—সবাই মর্যাদা পাবে। দাঁড়িপাল্লা প্রতীক হলো ইনসাফ, শান্তি ও উন্নয়নের প্রতীক। এই প্রতীকেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব।” ‎তিনি জনগণের উদ্দেশে বলেন,  “বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়তে হলে আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। আমি জনগণের দোয়া ও সমর্থন চাই—আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন, ইনশাআল্লাহ আমরা পরিবর্তনের সূচনা ঘটাব।” ‎পথসভায় আরও উপস্থিত ছিলেন—
‎চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি, পৌর কর্মপরিষদ সদস্য মোঃ শরীফুজ্জামান শরীফ, এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। ‎পৌরসভার ৬নং ওয়ার্ড আমীর মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভাটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930