
একটি সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে”
নিজস্ব প্রতিবেদক: সোমবার রাত ৮টায় চুয়াডাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের হাজরাহাটি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল এর দাঁড়িপাল্লায় প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি ন্যায়ভিত্তিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনের আহ্বান জানান। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে হবে। আজ দেশে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে নৈতিকতা, যোগ্যতা ও সততার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে হবে।”
তিনি আরও বলেন “জামায়াতে ইসলামী কোনো ব্যক্তিবাদী রাজনীতি করে না; আমরা আদর্শের রাজনীতি করি। আমাদের একমাত্র আদর্শ বিশ্বনবী মুহাম্মদ (সা:)।আমরা সেই রাসুলের আদর্শ অনুসরণ করেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষের চাকরি বা অধিকার পেতে ঘুষ দিতে হবে না, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক—সবাই মর্যাদা পাবে। দাঁড়িপাল্লা প্রতীক হলো ইনসাফ, শান্তি ও উন্নয়নের প্রতীক। এই প্রতীকেই দেশের প্রকৃত পরিবর্তন সম্ভব।” তিনি জনগণের উদ্দেশে বলেন, “বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়তে হলে আমাদেরকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে হবে। আমি জনগণের দোয়া ও সমর্থন চাই—আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন, ইনশাআল্লাহ আমরা পরিবর্তনের সূচনা ঘটাব।” পথসভায় আরও উপস্থিত ছিলেন—
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, নায়েবে আমীর মাহবুব আসিক শফি, পৌর কর্মপরিষদ সদস্য মোঃ শরীফুজ্জামান শরীফ, এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। পৌরসভার ৬নং ওয়ার্ড আমীর মোঃ মহিদুল ইসলামের সভাপতিত্বে পথসভাটি অনুষ্ঠিত হয়।










