“ভিক্ষাবৃত্তি নয়, কর্মই জীবনের ভরসা- ময়মনসিংহ সদরে পাঁচ ভিক্ষুকের পুনর্বাসন”
Spread the love

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন। “ভিক্ষাবৃত্তি নয়, কর্মই হোক জীবনের ভরসা” — এই লক্ষ্যকে সামনে রেখে পাঁচজন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় এনে দোকান ও ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে দোকানের সামগ্রী ও অটোরিকশা তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। তিনি বলেন, “প্রশাসন শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি মানবিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান। সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।”

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “সরকারের লক্ষ্য কেবল ভিক্ষাবৃত্তি বন্ধ করা নয়, বরং এসব মানুষকে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে সম্মানজনক জীবনের সুযোগ করে দেওয়া। ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুনর্বাসনপ্রাপ্তরা জানান, আগে জীবিকার তাগিদে তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করতেন, যা ছিল অপমানজনক ও কষ্টদায়ক। এখন নিজেদের আয়ে জীবনযাপন করার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও আত্মবিশ্বাসী।

এই কার্যক্রম শুধু পুনর্বাসন নয়, বরং মানবিক প্রশাসনের এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগাবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930