শ্রীপুরে রেল সেতু থেকে নদীতে ঝাঁপ যুবকের, ১ঘন্টা পর লাশ উদ্ধার
Spread the love

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর গ্রামের পারুলী নদীর উপর রেলসেতু থেকে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ঝাঁপিয়ে পড়ার পর এক ঘন্টার মধ্যে তার লাশ উদ্ধার হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বলে জানিয়েছে স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাস্থলের কাছাকাছি নদীর এক প্রান্তে কয়েকজন মাছ ধরছিলেন। তাঁরা প্রথমে মনে করেছিলেন কেউ হয়তো গোসল করতে নদীতে নেমেছেন। পরে দূর থেকে এক ব্যক্তি ওই যুবককে পানিতে তলিয়ে যেতে দেখে দৌড়ে ঘটনাস্থলে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মাজহারুল ইসলাম বলেন, দুর থেকে দেখা যাচ্ছিল যে, যুবক ডুবে যেতে যেতে নদীর পাড়ের ঘাস ধরার চেষ্টা করেছিল। কাছে আসতে আসতে তিনি তলিয়ে যান। পরে চিৎকার করে লোকজনকে ডাকেন তিনি। এর পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে যায়। তারা ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের কর্মী নুর আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিটের চেষ্টায় লাশটি উদ্ধার করি। নিহত যুবকের পরনে প্যান্ট-শার্ট ছিল এবং তাঁর পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় লোকজন জানিয়েছেন, তাঁকে রেলসেতু থেকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। উদ্ধার হওয়া লাশটি আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেলপথ থেকে ঘটনা হওয়ায় আমরা রেলওয়ে পুলিশের সাথে যোগাযোগ করে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
1234567
891011121314
15161718192021
22232425262728
2930